অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের ২০২৩-২০২৪ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার প্যারিসে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় সদস্যদের সরাসরি ভোটে সভাপতি হিসেবে পূনঃনির্বাচিত হয়েছেন একাত্তর টিভি ফ্রান্সের প্রতিনিধি ফয়সাল আহমেদ দ্বীপ, যুগ্মভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে ডেইলি স্টার পত্রিকার কন্ট্রিবিউটর মোঃ রাসেল আহম্মেদ ও ডিবিসি নিউজ জার্মান প্রতিনিধি ফাতেমা রহমান রুমা এবং ট্রেজারার হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন সিটিজেন ভিউজের সম্পাদকমণ্ডলির সভাপতি মোহাম্মদ মাহবুব হোসাইন।
সংগঠনের প্রধান উপদেষ্টা শরীফ আল মোমিন নির্বাচন পরিচালনা করেন। আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে নির্বাচিতরা জানিয়েছেন।