যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পুলিশ এক গুলিবর্ষণের ঘটনার পর সেখানে হাজির হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে মার্কিন মিডিয়ার খবরে বলা হচ্ছে।
শনিবার স্থানীয় সময় রাত ১০টার পর লস অ্যাঞ্জেলস থেকে প্রায় ১৩ কিমি দূরে মন্টেরি পার্কে এই ঘটনাটি ঘটে।
এর আগে হাজার হাজার মানুষ নববর্ষ উৎসবের জন্য ওই শহরে জড়ো হয়েছিলেন।
কিন্তু এই ঘটনায় কতজন গুলিবিদ্ধ হয়েছেন বা কেউ মারা গেছেন কিনা তা এখনো স্পষ্ট নয়।
গুলি চালানোর বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি এবং সন্দেহভাজন ব্যক্তি হেফাজতে আছে কিনা তা জানা যায়নি।
একজন প্রত্যক্ষদর্শী লস অ্যাঞ্জেলস টাইমস পত্রিকাকে বলেছেন, তিনজন লোক তার রেস্তোরাঁয় দৌড়ে এসে তাকে দরজা লক করতে বলে কারণ ওই এলাকায় মেশিনগান হাতে একজন লোককে দেখা গেছে।
সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলোতে এলাকায় বিশাল পুলিশ উপস্থিতি দেখা গেছে।
চীনা লুনার নিউ ইয়ার উৎসব পুরো সপ্তাহান্ত জুড়ে চলে, যেখানে এর আগে ১০ হাজারেরও বেশি দর্শক জড়ো হয়েছিলেন।
সূত্র : বিবিসি