ইউক্রেনে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৬ জন শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। জাতীয় পুলিশপ্রধান এ তথ্য দিয়েছেন।
পুলিশ ফেসবুকে জানায়, নিহতদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি, তার সহকারী ইয়েভনি ইয়েনিনও রয়েছেন। এছা্ড়া অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক প্রতিমন্ত্রী ইউরি লোবকোভিচও নিহত হয়েছেন।
ইউক্রেন জাতীয় পুীলশের প্রধান ইহোর ক্লিমেনকো বলেন, কিয়েভের কাছে আজ বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে।
(বিস্তারিত আসছে)