ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, দখলদার ইসরাইলের বিরুদ্ধে একটি ‘বায়তুল মুকাদ্দাস’ অভিযানই যথেষ্ট।
ইরাকের সাদ্দাম বাহিনীর বিরুদ্ধে ১৯৮২ সালের এপ্রিল মাসে ইরানিরা যে সফল অভিযান চালিয়েছিল তার নাম ছিল ‘বায়তুল মুকাদ্দাস’ অভিযান। এক মাসব্যাপী এই অভিযানের মাধ্যমে খোররামশাহ্রসহ পাঁচ হাজার ৩৮ বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল ইরানি বাহিনী।
আইআরজিসি’র প্রধান ঐ অভিযানের কথা উল্লেখ করে ইরানিদের সাহসিকতার প্রশংসা করেন। তিনি শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের একের পর এক বিজয়ের কথা উল্লেখ করে বলেন, লেবাননে এক লাখের বেশি ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলকে জাহান্নামে পরিণত করা সম্ভব। লেবাননের হিজবুল্লাহ এখন অনেক বড় শক্তি। তারা প্রস্তুত এবং দৃঢ় প্রত্যয়ী। ইসরাইল হিসাব-নিকাশে ভুল করলে তাদের বিরুদ্ধে একটি ‘বায়তুল মুকাদ্দাস’ অভিযানই যথেষ্ট।
তিনি সাম্রাজ্যবাদী আমেরিকা প্রসঙ্গে বলেন, বিশ্বের মোট সামরিক বাজেটের ৫০ শতাংশই হচ্ছে আমেরিকার। তবে বলা যায় বর্তমানে মুসলিম বিশ্বে আমেরিকার সরাসরি উপস্থিতির ইতি ঘটেছে। সিরিয়ায় ফোরাতের পূর্ব উপকূলের একাংশ এবং ইরাকের দুই-তিনটি ঘাঁটি ছাড়া আর কোথাও তাদের সরাসরি উপস্থিতি নেই বললেই চলে। বিশ্বের মুসলমানেরা তথাকথিত বৃহৎ শক্তিগুলোর হাড় ভেঙে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
জেনারেল সালামি গতকাল (বৃহস্পতিবার) তেহরানে পাঁচ ইরানি শহীদের জানাজা অনুষ্ঠানে এসব কথা বলেন। ঐ পাঁচ ইরানি সিরিয়ায় সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধে শহীদ হয়েছেন। সিরিয়ার সরকারের আনুষ্ঠানিক অনুরোধে ইরান সেদেশে সন্ত্রাসবিরোধী যুদ্ধে উপদেষ্টা পাঠিয়েছে।#
পার্সটুডে/এসএ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।