ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গাজায় নতুন যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। রোবাবার ইইউ স্বগত জানিয়ে এই অঞ্চলে মানবিক সহায়তা, জ্বালানি ও শ্রমিকদের অনুমতি দেয়ার জন্য ক্রসিংগুলো খোলার আহ্বান জানিয়েছে।
সোমবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে ঘোষণা করেছে, ইসরাইল ও ফিলিস্তিনি ইসলামিক আন্দোলনের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানায়। এর মাধ্যমে আশপাশের সহিংসতার অবসান হবে।
একইসাথে ইইউ যুদ্ধবিরতি শেষ করার জন্য মিশরের মধ্যস্থতার প্রচেষ্টাকে প্রশংসা করেছে এবং উভয় পক্ষকে একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য কাজ করার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, গত শনিবার রাত ১০টার দিকে গাজায় ইসরাইল ও ফিলিস্তিনি গ্রুপগুলো মিশরের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি