গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত আটজন নিহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টা ৫৫ মিনিটে বিআরটিসি কাউন্টারের পাশের ৭ তলা একটি ভবনে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ ঘটনায় আটজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় মোট ৪১ জনকে ঢাকা মেডিক্যালে আনা হয়েছে। তাদের মধ্যে আটজনকে মৃত অবস্থায় আনা হয়। নিহতের মধ্যে দুইজন নারী ও ছয়জন পুরুষ।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ৭ তলা ভবনের নিচতলায় স্যানিটারির দোকান এবং বাকি ৪টি ফ্লোর ব্রাক ব্যাংকের অফিস।