ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাঙামাটি এলাকায় একটি মাইক্রোবাস দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে গেলে তাতে সাথে সাথে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসের চার যাত্রী আগুনের পুড়ে মারা যান। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এ সময় আহত হয়েছেন আরো সাতজন।
রোববার (১২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।