পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের পুলিশ লাইন্স মসজিদে আত্মঘাতি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে জিও নিউজ।
সোমবার দুপুরে সংবাদমাধ্যমটি পুলিশের সূত্রে জানায়, এক হামলাকারী মসজিদে প্রবেশ করে বিস্ফোরণটি ঘটায়। এতে সে নিজেও নিহত হয়।
সূত্র মতে- বিস্ফোরণের সময় মসজিদটিতে জোহরের নামাজের জামায়াত চলছিল। এর মধ্যেই বিস্ফোরণটি ঘটে।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং এখন সেটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করছেন এবং তাদের শুশ্রুষায় ব্যস্ত রয়েছেন। তারা জানিয়েছেন, আহতদের স্থানীয় লেডি রিডিং হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
এছাড়া ওই এলাকার সব হাসপাতালের ইমার্জেন্সি সেবা উন্মুক্ত রাখা হয়েছে।
মসজিদটি এমন গুরুত্বপূর্ণ একটি এলাকায় অবস্থিত, যেখানে গভর্নর হাউসসহ রয়েছে একাধিক সরকারি স্থাপনা।
এই হামলায় আসলে কতজন মানুষ হতাহত হয়েছেন সে সম্পর্কে এখনো কোনো স্পষ্ট তথ্য দেয়নি পাকিস্তানের গণমাধ্যমগুলো।
সূত্র : জিও নিউজ, ডন ও ডেইরি জঙ্গ