নারী অফিসারকে ধর্ষণের অভিযোগে এক ইসরাইলী ক্যাপ্টেনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দেশটির স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার সেনা ক্যাপ্টেন মঙ্গলবার পর্যন্ত মিলিটারি পুলিশের হেফাজতে থাকবেন। এ সময় উত্থাপিত অভিযোগ বিষয়ে তদন্ত করা হবে।
অভিযোগে নারী অফিসার বলেন, কয়েক মাস আগে তিনি ইউনিট অফিসারদের সাথে ভ্রমণে যান। সেখানে ওই ক্যাপ্টেনের মাধ্যমে যৌন নির্যাতনের শিকার হন তিনি।
উল্লেখ্য, অ্যাসোসিয়েশন অফ রেপ ক্রাইসিস সেন্টারস ইন ইসরাইলের (এআরসিসিআই) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২০ সালে সর্বমোট চার হাজার ৫২১টি যৌন অপরাধ-সংক্রান্ত মামলার তদন্ত হয়েছিল। ২০২১ সালে ওই পরিমাণটা চার হাজার ২১৮-এ এসে ঠেকে।
সূত্র : মিডল ইস্ট মনিটর