পর্ব-৩: প্রকাশ্যে অবৈধ অস্ত্র “স্টেনগান” ব্যবহারের ঘোষণা দিচ্ছেন পাবনার “দৈনিক সিনসা”র সম্পাদক মাহবুব

সমতল ডেস্কঃ  পাবনার “দৈনিক সিনসা”র সম্পাদক মাহবুব জনসম্মুখে ঘোষণা করছেন তার অবৈধ অস্ত্র “স্টেনগান” ব্যবহারের কথা। ১২/০২/২০২২ তারিখে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নিজেই গর্ব সহকারে সে কথা বল্লেন। এরপর ভুক্তভোগী কে ক্রেশ করে দেওয়ার হুমকি দেন তিনি সেটাও বল্লেন।
বিজ্ঞজনদের অভিমত সুযোগ পেলে এই সম্পাদক নিজ স্বার্থ হাসিলে তার সকল কর্মকান্ডে প্রকাশ্যে বা গোপনে সন্ত্রাসী কার্জক্রম পরিচালিত করতে পারেন, এবং  যেহেতু অবৈধ অস্ত্র ব্যবহার করে সে গর্বিত এবং টাকার বিনিময়ে ভুয়া ও মিথ্যা সংবাদ ছাপায় তাই এমন একজন ব্যক্তিকে সংবাদপত্র প্রকাশের অনুমতি দিলে “মানুষ ও রাষ্ট্র” ক্ষতির সম্মুখীন হবে।

বিস্তারিত ভিডিওতে।

৪র্থ পর্বে চোখ রাখুন……

Youtube: https://youtu.be/VWnADn2mfOQ
FB: https://www.facebook.com/samatalnews/videos/284077480545700

 

পাবনার দৈনিক সিনসার মাহবুব যে স্টেনগানের ব্যবহারের কথা বলেছেন সেটা আসলে কি?

স্টেনগান কিঃ ইন্টারনেট, উইকিপেডিয়া থেকে পাওয়া তথ্য অনুযায়ী স্টেনগান এর বাংলা অর্থ [স্টেন্‌গান্‌] (বিশেষ্য) ছোট মেশিনগান। {(ইংরেজি) Sten gun}। এটা ইংল্যান্ড এর তৈরি। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ কমনওয়েলথ সশস্ত্র
বাহিনীতে যুদ্ধের মানসম্মত অস্ত্র হয়ে ওঠে।

কি কাজে ব্যবহার হয়ঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধে এবং পরবর্তিতে বিভিন্ন দেশে বিশেষ করে কমনয়েলথ ভুক্ত দেশগুলো ব্যপক হারে যুদ্ধ ও প্রতিরক্ষার কাজে স্টেনগান ব্যবহার করে। ৭১-এ বাংলাদেশের মুক্তি যুদ্ধে বীর মুক্তিযোদ্ধারাও স্টেনগান ব্যবহার
করেন।
বৈধতাঃ সাধারন মানুষের জন্য ব্যবহার বেআইনি ও অবৈধ।

বাংলাদেশে কারা ব্যবহার করেঃ  বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরে যা পাওয়া যায়ঃ

### ৩১/০৭/২০১০ তারিখে ডয়চে ভেলে বাংলায় প্রকাশিত সংবাদে স্টেনগান সহ অন্যান্য অস্ত্র উদ্ধারের সংবাদে যা প্রকাশিত হয়ঃ

ঢাকায় গোপন জঙ্গি ঘাঁটি গ্রেনেডসহ বিপুল অস্ত্র উদ্ধার
=====================
ইত্তেফাক, প্রথম আলো, ডেইলী স্টারসহ প্রায় প্রতিটি পত্রিকা এবং বিডি নিউজ টুয়েন্টি ফোর সহ সংবাদ সংস্থাগুলোর শিরোনামে আজকে প্রথমেই জায়গা করে নিয়েছে মিরপুরের জঙ্গি ঘাঁটি থেকে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের খবরটি৷
বলা হচ্ছে এটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি-র গোপন ঘাঁটি৷ উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে গ্রেনেডও পাওয়া গেছে দেখছি৷ উত্তর বিশিলের ৭০/ক-এর ঐ বাড়ি থেকে পুলিশ একটি এসএমজি (স্টেনগান), একটি বিদেশি পিস্তল, ১৮ রাউন্ড গুলি, একটি গ্রেনেড, গ্রেনেডের ৩৬টি খোল, ৪০ কেজি গান পাউডার, শতাধিক ঘড়ি, তিন ব্যাগ স্প্লিন্টার এবং বোমা তৈরির ফর্মূলাসহ, বিপুল পরিমান জিহাদি বই উদ্ধার করেছে৷ তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷ অভিযান চলাকালে ডিএমপি কমিশনার শহীদুল হক দ্রুত ঘটনাস্থলে যান৷
নিউজের লিংকঃ https://www.dw.com/bn/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%A8-%E0%A6%9C%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BF-%E0%A6%98%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A1%E0%A6%B8%E0%A6%B9-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0/a-5853335
===

 

### ৭ ডিসেম্বর, ২০১৭ তারিখে বাংলাদেশ প্রতিদিন-এ প্রকাশিত খবরঃ
শিবচরে মাটির নীচ থেকে স্টেনগান উদ্ধার
=======================
মাদারীপুরের শিবচরে রাস্তার মাটি খুঁড়তে গিয়ে আজ বিকেলে একটি স্টেনগান উদ্ধার করেছে শ্রমিকরা। পরে পুলিশ স্টেনগানটি হেফাজতে নিয়েছে।
শিবচর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন মোল্লা জানান, পাচ্চর ইউনিয়নের হাজীপুর সড়কে শ্রমিকরা রাস্তার মাটি কাটতে গিয়ে কোদালে প্রথমে লোহার বস্তুর মতো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে পলিথিনে মোড়ানা পরিত্যাক্ত অবস্থায় স্টেনগানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিউজের লিংকঃ https://www.bd-pratidin.com/country/2017/12/07/286990

 

### ০৭/০১/২০২২ তারিখে ইউ.এন.বি. তে প্রকাশিত সংবাদঃ
অস্ত্র ও গুলিসহ ৪ সন্দেহভাজন রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ আটক
====================
বান্দরবান ও কক্সবাজারের সীমান্তবর্তী গভীর জঙ্গল থেকে শুক্রবার চার রোহিঙ্গা সন্দেহভাজন ‘সন্ত্রাসী’কে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, মোহাম্মদ নুর (৩২), নাজিমুল্লাহ (৩৪), মো. আমান উল্লাহ (২৩) ও মো. খায়রুল আমিন (১৯)।
র‍্যাব-১৫ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কিছু রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের উদ্দেশ্যে বালুখালী-নাইক্ষ্যংছড়ি সড়ক সংলগ্ন জঙ্গলের রাবার বাগানে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাত থেকে র‍্যাব-১৫ ওই এলাকায় নজরদারি বাড়ায়। শুক্রবার দুই সন্দেহভাজন ব্যক্তিকে লাকড়ির বোঝা নিতে দেখে র‍্যাব। এ সময় পালানোর চেষ্টা করার সময় দলটির চারজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চারটি দেশীয় অস্ত্র, একটি পিস্তল, একটি স্টেনগান, পাঁচটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা সবাই রোহিঙ্গা নাগরিক এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করছিলেন।

নিউজের লিংকঃ https://unb.com.bd/bangla/category/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6/%E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%93-%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%B9-%E0%A7%AA-%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B9%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE-%E2%80%98%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80%E2%80%99-%E0%A6%86%E0%A6%9F%E0%A6%95/51300
===

 

### ৭ই জানুয়ারী ২০২২ তারিখে দৈনিক খোলা কাগজে প্রকাশিত খবরঃ
অস্ত্র-গুলিসহ ৪ সন্দেহভাজন রোহিঙ্গা সন্ত্রাসী আটক
====================
বান্দরবান ও কক্সবাজারের সীমান্তবর্তী গভীর জঙ্গল থেকে চার রোহিঙ্গা সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন— মোহাম্মদ নুর (৩২), নাজিমুল্লাহ (৩৪), মো. আমান উল্লাহ (২৩) ও মো. খায়রুল আমিন (১৯)।
আজ শুক্রবার র‌্যাব-১৫ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কিছু রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের উদ্দেশ্যে বালুখালী-নাইক্ষ্যংছড়ি সড়ক সংলগ্ন জঙ্গলের রাবার বাগানে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাত থেকে র‌্যাব-১৫ ওই এলাকায় নজরদারি বাড়ায়। শুক্রবার দুই সন্দেহভাজন ব্যক্তিকে লাকড়ির বোঝা নিতে দেখে র‌্যাব। এ সময় পালানোর চেষ্টা করার সময় দলটির চারজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চারটি দেশীয় অস্ত্র, একটি পিস্তল, একটি স্টেনগান, পাঁচটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা সবাই রোহিঙ্গা নাগরিক এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করছিলেন।
===

 

### ০৮ই জানুয়ারী ২০২২ শনিবার দৈনিক সংবাদ, যায়যায় দিন-এ প্রকাশিত খবরে পাওয়া যায়ঃ
নাইক্ষ্যংছড়িতে উদ্ধার করা অবৈধ অস্ত্রগুলো কাদের, গন্তব্য কোথায়?
=======================
কক্সবাজার র‍্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান বলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রুর গহীন অরণ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়েছে। এসময় মাটিতে পুঁতে রাখা ১টি বিদেশি পিস্তল, ২ টি দেশীয় প্রযুক্তিতে তৈরি পিস্তল, ১টি স্টেনগান ও ৩টি দেশীয় তৈরি অস্ত্রসহ বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।
র‌্যাব বলছে, পার্বত্য অঞ্চল এবং আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অস্ত্রগুলো মজুদ করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র সীমান্ত পথ পার হয়ে মায়ানমার থেকে আনা হয়েছে। এসব অস্ত্র পার্বত্য অঞ্চলের সন্ত্রাসী গোষ্ঠী কতৃক আমদানি করা হয়েছে বলে ধারণা করছেন তারা।
নিউজের লিংকঃ https://print.sangbad.net.bd/2022-01-08/news/frontpage/110579

 

Send this to a friend