পাবনা র্যাব কর্তৃক অবৈধ ও ভেজাল হ্যান্ড সানিটাইজার তৈরীর ফ্যাক্টরীতে মোবাইল কোর্ট পরিচালনা
=====================================================
২৮ ই এপ্রিল ২০২০ খ্রিঃ ১৪.০০ ঘটিকা হইতে ২০.০০ ঘটিকা পর্যন্ত বর্তমান উদ্ভুত করোনা ভাইরাস পরিস্থিতিতে বাজার মনিটরিং, জনগনের চলাফেরা নিয়ন্ত্রন, ভেজাল খাদ্যদ্রব্য ও মজুদ মালামাল এর বিরুদ্ধে র্যাবের দৈনিন্দিন কার্যক্রমের অংশ হিসোবে র্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের আভিযানিক দল কৃর্তক ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার (সহকারী পুলিশ সুপার) এর নেতৃত্ত্বে মোঃ মিজানুর রহমান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পাবনা সদর এর উপস্থিতিতে পাবনা জেলার সদর থানাধীন ইসলামপুর গ্রামস্থ ইমপেল ল্যাবটারীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত ফ্যক্টরীর মালিক মোঃ রফিকুল ইসলাম (৪৮), পিতা- মৃত আলাউদ্দিন, সাং- হেমায়েতপুর, থানা- পাবনা সদর, জেলা- পাবনাকে অবৈধভাবে অনুমোদনহীন ভেজাল হ্যান্ড সানিটাইজার উৎপাদন ও বাজারজাত করণের দায়ে দোষী সাব্যস্থ করিয়া ভোক্তা সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারায় ১,০০০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। উক্ত ইমপেল ল্যাবটারীতে অবৈধভাবে তৈরীকৃত ২০০ মিলি গ্রাম ১,১২৮ (এক হাজার একশত আঠাশ) বোতল এবং ১০০ মিলি ৫৯৯ (পাঁচশত নিরানব্বই) বোতল সর্বমোট ১,৭২৭ (একহাজার সাতশত সাতাশ) বোতল হ্যান্ড সানিটাইজার জব্দ করা হয়। জব্দকৃত আলামত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে ধ্বংষ করা হয়।
source