ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) জ্যেষ্ঠ নেত্রী ও পাঞ্জাবের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. ইয়াসমিন রশিদের আটকাদেশ বাতিল করে তাকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দিয়েছে লাহোর হাইকোর্ট।
শনিবার (১৩ মে) তার মুক্তির বিষয়ে একটি আবেদনের শুনানি শেষে আদালত এ রায় দেয়।
তার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারী মামলা না থাকে তাহলে তাকে মুক্তি দেয়ার নির্দেশ দেয় আদালত।
ইয়াসমিন রশিদকে শুক্রবার গ্রেফতার করা হয়।
আবেদনে বলা হয়েছে, সারোয়ার রোড থানায় দায়ের করা প্রথম তথ্য প্রতিবেদনে ইয়াসমিন রশিদের নাম ছিল না এবং তাকে ‘অবৈধ হেফাজতে’ নেয়া হয়েছিল।
উল্লেখ্য, পিটিআই প্রধান ইমরান খানকে গত মঙ্গলবার গ্রেফতারের পর তার দলের বেশ কয়েকজন সিনিয়র নেতাকেও গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ইয়াসমিন রশিদ একজন।
শুক্রবার দিন শেষে মুক্তি পান ইমরান খান।
সূত্র : ডন