পিস্তল দিয়ে পাবনায় সাংবাদিকের সাথে সাংবাদিকের মারামারি

সমতল ডেস্কঃ গতকাল ৮ই মার্চ ২০২২ তারিখে প্রায় বেলা ১২ টার দিকে পাবনা জেলা পরিষদের সিইও-এর অফিস রুমে দুই জন সাংবাদিক পরস্পরকে আঘাত করেন। বিস্তারিত ভিডিওতে।

খোজ নিয়ে জানা গেছে আঘাত প্রাপ্ত সাংবাদিক আব্দুল হামিদের কিছু সাংবাদিক নিয়ে একটি জোট আছে এবং তারা তাদের জোট বহির্ভুত অন্যান্য সাংবাদিকদের বিভিন্ন পন্থায় ক্ষতিগ্রস্থ করে চলেছে। উদাহরন হিসেবে বিভিন্ন সরকারী-বেসরকারী অফিসে সংবাদ নিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, বিজ্ঞাপন নিতে বাধা গ্রস্থ করা, বিভিন্ন ভাবে অপমান করা ইত্যাদি।

https://www.facebook.com/samatalnews/videos/295846862605948/

Send this to a friend