জার্মানি তাদের তৈরী লিওপার্ড ট্যাংক ইউক্রেনে পাঠানোর অনুমতি দিতে প্রস্তুত। তবে ওয়ারশ যদি রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে কিয়েভকে সহায়তা করার জন্য এ ধরনের কোনো অনুরোধ করে, তবেই তা করা হবে। এ তথ্য জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবুক।
প্যারিসে ফ্রাঙ্কো-জার্মান শীর্ষ সম্মেলনের পর বায়েরবুক রোববার এলসিআই টেলিভিশনকে বলেন, ‘আমাদের প্রশ্বন করা হলে আমরা বাধা হয়ে দাঁড়াব না।’
(বিস্তারিত আসছে)