প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান পাবনার আত্মসমর্পণকারী চরমপন্থীদের মধ্যে বিতরন



সমতল ডেস্কঃ ২৯ ই এপ্রিল বিকেল ৪ টায় পাবনা পুলিশ লাইন ভিআইপি অডিটরিয়ামে পাবনা জেলার চরমন্থীদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রণালয় সংপর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি এবং এন.এস.আই- এর রাজশাহী বিভাগীয় যুগ্ম পরিচালক মোঃ জহির উদ্দিন সহ আরও অনেকে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম , বিপিএম। এ সময় ৯৯ জন চরমপন্থীদের মাঝে ৫০ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

source

Send this to a friend