ফেসবুক লাইভে এসে গৃহবধুর আত্নহত্যার চেষ্টা

সমতল ডেস্কঃ গতকাল ২১ মার্চ সোমবার বেলা তিনটার দিকে সাতক্ষীরার কলারোয়ায়, ব্রজবাকসা গ্রামের মাঠের মধ্যে একটি বাগানে ফেসবুক লাইভে এসে এক গৃহবধু আত্নহত্যার চেষ্টা করেছেন।
তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাইভে শ্বশুর-শ্বাশুড়ি, স্বামী ও ননদের অত্যাচারের কথা বর্ননা করেন ওই গৃহবধু।
গৃহবধুর নাম সাথী খাতুন (২৫) কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা গ্রামের ইসলাম সরদারের মেয়ে। শ্বশুর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী।

স্বামী কলারোয়া পৌর সদরের গদোখালি গ্রামের সাইফুল ইসলাম বাপ্পীর। সাথী খাতুন জানায়, তার স্বামী তাকে মাসে কয়েকবার মারপিট করে। রাস্তায়, বাড়িতে, বাসের মধ্যেও মারপিট করে। শ্বশুর বলে আমি মুক্তিযোদ্ধা ওসি, ইউএনও আমার বন্ধু। তাদের কাছে গেলে আমি কোন বিচার পাবো না। কলারোয়া থানার ইসমাইল দারোগা এসব ঘটনা জানে। সেও অনেকবার বিচার করেছে। পুলিশ প্রশাসন আমার শ্বশুরের দিকে। কেউ আমাকে হেল্প করে না। ননদ আমার উপর অত্যাচার করে। মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। সেকারণে আমি আর বাঁচতে চাই না। এভাবে নির্যাতনের নানা ঘটনা বর্ননা করে মেয়েটি। ফেসবুক লাইভে থেকে ঘুমের ওষধ খেয়ে আত্নহত্যার চেষ্টা করে।

এদিকে, ঘটনাটি স্থানীয়দের নজরে আসলে গৃহবধুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে এ ঘটনায় গৃহবধুর বাবা ইসলাম সরদার কোন কথা বলতে রাজি হননি।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরউদ্দীন মৃধা জানান, ফেসবুক লাইভে এসে আত্নহত্যার চেষ্টার ঘটনাটি শুনেছি। মেয়েটি এখন কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হলেই মেয়েটির অভিযোগের বিষয়ে  সাক্ষাৎকার নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Send this to a friend