সব হারিয়ে একটুখানি স্বস্তির খোঁজে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত। হারানোর ভয় নেই আর, তবে জিততে পারলে আত্মবিশ্বাসের বারুদ জ্বলে উঠবে নিশ্চিতভাবেই। এই মুহূর্তে যা বাংলাদেশের বড় প্রয়োজন।
এশিয়া কাপ থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। শুধু নিয়মরক্ষার ভারতের মুখোমুখি হয়েছে টাইগাররা। কলম্বোয় আর প্রেমাদাসায় বেলা সাড়ে ৩টায় শুরু হবে খেলা। ইতোমধ্যে হয়েছে টস। যেখানে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত ভারতের।
একাদশে পরিবর্তন আসা নিশ্চিতই ছিল। হঠাৎ মুশফিকুর রহিম দেশে ফেরায় তার জায়গায় কেউ আসার কথা ছিল। কিন্তু পাঁচ পরিবর্তন হয়তো ভাবেনি কেউ। একাদশে এসেছেন এনামুল হক বিজয়, শেখ মেহেদী, মোস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান তামিম।
আর অভিষেক হয়েছে পেসার তানজিম হাসান সাকিবের। এবাদতের বদলে এশিয়া কাপে সুযোগ পাওয়া এই পেসারের অভিষেকও হয়ে গেল এই আসরে, ভারতের মতো দলের বিপক্ষে।
এদিকে ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় পুরো শক্তির দল নামায়নি ভারত; বরং চেষ্টা করেছে যথাসম্ভব বিকল্প ক্রিকেটার খেলাতে। তাদের একাদশেও আছে ৫ পরিবর্তন।
বাংলাদেশ একাদশতানজিদ তামিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, এনামুল হক বিজয়, মেহেদী মিরাজ, শামীম পাটোয়ারী, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ।
ভারত একাদশরোহিত শর্মা (অধিনায়ক), সূর্য কুমার যাদব, তিলক ভর্মা, শুভমন গিল, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, প্রাশিদ কৃষ্ণ, মোহাম্মদ শামি, অক্ষর প্যাটেল।