বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, ঘূর্ণিঝড়টি কক্সবাজার-মিয়ানমার উপকূল অতিক্রম করছে। বিকেল ৩টা নাগাদ উপকূল এবং সন্ধ্যা নাগাদ মিয়ানমারের সিতওয়ের কাছ দিয়ে কক্সবাজার ও উত্তর-মিয়ানমার উপকূল অতিক্রম শেষ করতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অতি ভারী বৃষ্টির প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হওয়া আশঙ্কাও প্রকাশ করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
সূত্র : বিবিসি