বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন সশস্ত্র বাহিনীর সাবেক ২৫ কর্মকর্তা।
রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
যোগদান করা ২৫ কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর সাবেক ১৯ জন, নৌবাহিনীর সাবেক ২ জন এবং বিমানবাহিনীর সাবেক ৪ জন কর্মকর্তা রয়েছেন। তাদের নামের তালিকা নিচে দেয়া হলো :
সেনাবাহিনীর ১৯ কর্মকর্তা :১. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুর২. কর্নেল (অব.) আব্দুল হক৩. লেফট্যানেন্ট কর্নেল (অব.) আইয়ুব৪. লেফট্যানেন্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান৫. লেফট্যানেন্ট কর্নেল (অব.) নওয়াজ৬. লেফট্যানেন্ট কর্নেল (অব.) মুস্তাফিজ৭. লেফট্যানেন্ট কর্নেল (অব.) সাঈদ আলম৮. লেফট্যানেন্ট কর্নেল (অব.) রাশেদ৯. মেজর (অব.) আজিজ রানা১০. মেজর (অব.) কোরবান আলী১১. মেজর (অব.) বজাকিউল১২. মেজর (অব.) আফাজ১৩. মেজর (অব.) মোরতাজা১৪. মেজর (অব.) ছাব্বির১৫. মেজর (অব.) তানভীর১৬. মেজর (অব.) আল আমিন১৭. মেজর (অব.) মনিরুজ্জামান১৮. ক্যাপ্টেন (অব.) গণিউল আজম১৯. লেফট্যানেন্ট ইমরান
নৌবাহিনীর ২ কর্মকর্তা :১. রিয়ার এডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান২. কমডোর (অব.) মোস্তফা সহিদ
বিমানবাহিনীর ৪ কর্মকর্তা :১. এয়ার কমোডর (অব.) শফিক২. এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম৩. স্কোয়াড্রন লিডার (অব.) আকতার হাফিজ খান৪. স্কোয়াড্রন লিডার (অব.) শফিকুল ইসলাম