শিরোপা নির্ধারণী ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে বিপাকে সিলেট স্ট্রাইকার্স। তানভীর ইসলামের তোপের মুখে পড়েছে দলটি। পাওয়ার প্লেতে ৪২ রানে ২ উইকেট হারিয়েছে চায়ের শহর সিলেট।
নিজের প্রথম ওভারেই তানভীর ০ রানে ফেরান আসরের অন্যতম সেরা ব্যাটার তৌহিদ হৃদয়কে। পরের ওভারেই ১ রান করে আন্দ্রে রাসেলের শিকার হন মাশরাফী। তবে আরেক ওপেনার নাজমুল হোসেন শান্তর ব্যাটে আশা দেখছে সিলেট।
নাজমুল হোসেন শান্ত ২৪ বলে ৩২ ও মুশফিকুর রহিম অপরাজিত আছেন ৬ বলে ২ রানে।