বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। প্রায় চার বছর পর ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। স্মরণীয় এমন ম্যাচে শাহিন শাহ আফ্রিদির আগুনে পুড়েছিল ভারত, উত্তাপ ছড়ালেন হারিস রউফও। তবে ভারতবাসী কিংবা পাকিস্তানি নয়, শেষ হাসি হেসেছে বৃষ্টি। এশিয়া কাপের মহা উত্তেজনাপূর্ন এই ম্যাচ শেষ ভেস্তে গেছে বৃষ্টিতে৷ ভারত দল ব্যাটিং করলেও, পাকিস্তান আর নামতে পারেনি মাঠে। পয়েন্ট ভাগাভাগি করেন সন্তুষ্ট থাকতে হলো উভয় দলকে।
পাল্লাকেল্লেতে টসে জিতে এদিন আগে ব্যাটিংয়ে নামে ভারত৷ দু’বার বৃষ্টি বাঁধায় পড়লেও ইনিংস শেষ হয় তাদের। যদিও পাকিস্তানি বোলারদের তোপের মুখে ওভার শেষ করা হয়নি, ৪৮.৫ ওভারে ভারত থামে ২৬৬ রানে।
জবাবে আর ব্যাট করতে নামা হয়নি পাকিস্তানের। ইনিংস বিরতিতে নামে মুষলধারে বৃষ্টি। যা নির্ধারিত সময় পেড়িয়ে গেলেও শেষ হয়নি। ফলে বাধ্য হয়ে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।
বিস্তারিত আসছে