রেকর্ড সংগ্রহ নিয়েই থামল ভারত। পাকিস্তানি বোলারদের নিয়ে যেন রীতিমতো ছেলেখেলাই করলেন বিরাট কোহলি, লোকেশ রাহুলরা। জোড়া শতক তুলে নিয়েছেন দু’জনে। চিরপ্রতিদ্বন্দ্বী দেশটার বিপক্ষে ইতিহাস সর্বোচ্চ ৩৫৬/২ রান তুলেছেন তারা।
এশিয়া কাপে রোববারের মতো সোমবারও জ্বলে উঠতে পারেনি পাকিস্তানি বোলাররা। বৃষ্টি যেন আরো নিস্তেজ করে দিয়েছে তাদের। রোববার বৃষ্টির আগে দুটি উইকেট আদায় করে নিতে পারলেও সোমবার রিজার্ভ ডেতে উইকেটের মুখই দেখা হয়নি। সব মিলিয়ে শেষ ৩২ ওভারে কোনো উইকেট তুলতে পারেনি দলটি।
বড় সংগ্রহের ভীত আগের দিনেই গড়ে ফেলেছিল ভারত, আজ শুধু প্রয়োজন ছিল তা টেনে নিয়ে যাওয়া। এ কাজটা খুব ভালোভাবেই করলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল, দলকে এনে দিলেন রেকর্ড সংগ্রহ। একই সাথে জোড়া শতকও তুলে নিয়েছেন দু’জনেই।
ছয় মাস পর দলে ফিরেই শতক তুলে নেন লোকেশ রাহুল, সমান ১০০ বলে পৌঁছান এই মাইলফলকে। কোহলি যেন আরো একধাপ এগিয়ে, ৮৪ বলেই স্পর্শ করেন তিন অঙ্কের মাইলফলক। ওয়ানডেতে যা তার ৪৭তম শতক এবং সব মিলিয়ে ৭৭তম।
শতক করার আগের বলেই কোহলি পূরণ করেছেন ওয়ানডে ক্রিকেটে ১৩ হাজার রান। যা ইতিহাসের দ্রুততম। মাত্র ২৭৭ ইনিংসে এই কীর্তি গড়েন কোহলি, দ্বিতীয় স্থানে থাকা শচীনের লেগেছিল ৩২১ ইনিংস।
পাকিস্তানি বোলারদের নাভিশ্বাস উঠিয়ে ছাড়লেন দু’জনে। গড়েন তৃতীয় উইকেট জুটিতে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। কোহলি ও রাহুল মিলে ১৯৫ খেলে যোগ করেন ২৩৩ রান।
সোমবার রিজার্ভ ডেতে বোলার সঙ্কটে পড়ে যায় পাকিস্তান। পায়নি হারিস রউফের সার্ভিস। আগের দিন ম্যাচ চলাকালে কোমরের ডানদিকের অংশে অস্বস্তি অনুভব করছিলেন তিনি। স্ক্যান করার পর বিষয়টি জটিল মনে হলে তাকে আর মাঠে নামায়নি পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
এদিকে এই বিশাল সংগ্রহ টপকাতে হলে রেকর্ড গড়তে হবে পাকিস্তানকেও। এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ভারতের বিপক্ষে তাদের সর্বোচ্চ সংগ্রহ ৩৪৪।