• Home
  • Terms & Privacy
  • About
  • Contact
Tuesday, June 6, 2023
সমতল
Advertisement
No Result
View All Result
  • Home
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • প্রতারণা ও দুর্নীতি
  • মতামত
  • সাংবাদিকতা
  • আমার অধিকার
  • সকল গণমাধ্যম
  • App
  • সংবাদ দিন
No Result
View All Result
সমতল
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ভারতে একের পর এক মুসলিমের মৃত্যু, আতঙ্ক ছড়াচ্ছে কট্টরপন্থী গো-রক্ষকরা

11/05/2023
Reading Time: 5min read
A A



জানুয়ারির এক সকালে উত্তর ভারতের র‍াজ্য হরিয়ানার ছোট শহর তাউরুর কাছে একটি গাড়ি দুর্ঘটনা হয়। একটি ভ্যানের সাথে ধাক্কা খেয়ে গাড়িটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটির ভেতরে তিনজন মুসলিম যুবক ছিলেন- ওয়ারিস, নাফিজ আর শওকিন।

ওয়ারিস এখন আর বেঁচে নেই। নাফিজ জেলে। আর শওকিনকে এখনো ওই রাতের ভয়াবহ স্মৃতি তাড়া করে বেড়ায়।

শওকিনের ভাষ্য, তার বন্ধুকে একদল হিন্দু যুবক পিটিয়ে হত্যা করেছে। তাদের গাড়ির পেছনে গরু নিয়ে যাওয়া হচ্ছে জানতে পেরে তাদের ওপর হামলা চালানো হয়।

শওকিন বলছিলেন, গরুটি ছিল তার বন্ধু নাফিজের। পাশের রাজ্য রাজস্থানের ভিওয়াড়ি জেলা থেকে নিজের বাড়ি হরিয়ানায় গরুটি নিয়ে যাচ্ছিলেন তিনি। সাথে ছিল তার দুই বন্ধু ওয়ারিস আর শওকিন।

তারা গাড়ি দিয়ে হরিয়ানা যাওয়ার সময় গো-রক্ষকরা তাদের ওপর হামলা করে। ওই গো-রক্ষকরা মূলত হিন্দু তরুণ ও যুবকদের নিয়ে গড়া দল, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় গরু আনা-নেয়ার বিষয়টি নজরাদারিতে রাখে। জবাই করার জন্য যেন গরু আনা নেয়া করা না হয়, তা নিশ্চিত করতে লাঠিসোঁটা নিয়ে পাহারা দেয় তারা।

ভারতের অনেক রাজ্যেই গরু জবাই নিষিদ্ধ।

পুলিশের দাবি, ওয়ারিসের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।

হরিয়ানার নুহ জেলার পুলিশ সুপার বরুন সিংলা বলেন, ‘একজন ট্রাক ড্রাইভার ও কয়েকজন গো-রক্ষক আমাদের গাড়ি দুর্ঘটনার খবর জানায়। আমরা যখন ঘটনাস্থলে যাই, তিনজন গাড়ির ভেতরেই ছিল। আমরা তাদের কাছের হাসপাতালে নিয়ে যাই। সেখানে একজনের মৃত্যু হয়।’

গাড়িটি যে ভ্যানের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনা ঘটে, সবজি বহনকারী ওই ভ্যানটিও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ সুপার সিংলা জানান, ওই ঘটনায় নাফিজ আর শওকিনকে গ্রেফতার করে পুলিশ।

তাদের গাড়িতে গরু পাওয়া গেছে বলে তাদের গ্রেফতার করা হয় বলে জানান পুলিশ সুপার।

কিন্তু শওকিনের কাছে ঘটনার সম্পূর্ণ ভিন্ন বিবরণ পাওয়া যায়।

জামিনে মুক্তি পাওয়া শওকিন বলেন, তাদের গাড়িকে গো-রক্ষকদের একটি গাড়ি তাড়া করছিল, যে কারণে সবজির ভ্যানের সাথে সংঘর্ষ হয় গাড়িটির।

তাউরু এলাকায় ঘটা ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায় যে দুর্ঘটনার পরপরই শওকিনদের গাড়ির কাছে বড় একটি গাড়ি আসে। ওই গাড়িটির ছাদে একটি সাইরেন লাগানো ছিল। পরের ঘটনা দেখা যায় ওই সময় ঘটনাস্থলে থাকা এক ব্যক্তির করা ভিডিওতে।

ওই ভিডিওতে দেখা যায় যে ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্রসহ কিছু গো-রক্ষক গাড়িতে থাকা তিন যুবককে বের করে তাদের গাড়িতে তোলে। গাড়ির বুট থেকে গরুটিও বের করে তারা।

শওকিন বলছে, তাকে ও তার দুই বন্ধুকে ওই গো-রক্ষকরা মারধর করে এবং পরে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই ওয়ারিসের মৃত্যু হয়।

তিনি বলেন, ‘ওয়ারিস দুর্ঘটনায় মারা যায়নি। ওই দুর্ঘটনায় কারো শরীরে একটি জখমও হয়নি।’

তার ভাষ্যে, এটি মুসলিমদের ‘টার্গেট করে হত্যা’ করার পরিকল্পনার একটি অংশ।

ভারতে হিন্দুদের কাছে গরুকে পবিত্র প্রাণি মনে করা হয়। গরু জবাই ভারতে আগেই বেশ সংবেদনশীল বিষয় ছিল। কিছু কিছু রাজ্যে গরু জবাই নিষিদ্ধও। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০১৪ সালে ক্ষমতায় আসার পর এ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

ক্ষমতায় যাওয়ার পর থেকে ভারতে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারগুলোর গরু জবাইয়ের বিরুদ্ধে কড়া অভিযান চালিয়েছে। ভারতের ২৮টি রাজ্যের দুই-তৃতীয়াংশের বেশিতেই গরু জবাই এখন নিষিদ্ধ। এগুলোর অধিকাংশ রাজ্যের সরকারই বিজেপি নিয়ন্ত্রিত। হরিয়ানাও তেমনই একটি রাজ্য।

এসব রাজ্যে নিষেধাজ্ঞা কার্যকর করতে গো-রক্ষকরা ব্যাপক সহিংসতা অবলম্বন করেন বলে অভিযোগ রয়েছে। তাদের মারধরের শিকার হয় সাধারণত মুসলিম গোশত আর গরু ব্যবসায়ীরা।

নরেন্দ্র মোদি অতীতে এসব গো-রক্ষকদের সমালোচনা করেছেন। তবে তারপরো এমন বহু হতাহতের হয়েছে, যেগুলো তুমুল আলোড়ন তোলে ভারতে।

নুহ জেলায় ওয়ারিসের বাড়িতে তার পরিবারের সদস্যরা এখনো স্বজন হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি।

ওয়ারিসের বড় ভাই ইমরান বলছিলেন, ‘কেউ যদি কোনো অপরাধ করে, তাহলে তার শাস্তি পাওয়া নিশ্চিত করার দায়িত্ব পুলিশের।’

পুলিশ অবশ্য ওয়ারিসের মৃত্যুর জন্য বারবার দুর্ঘটনাকেই দায়ী করছে।

হরিয়ানা পুলিশের এক ইন্সপেক্টর জেনারেল রবি কিরান বলেন, ওয়ারিসের পোস্টমর্টেম রিপোর্টে উঠে এসেছে যে তার মৃত্যু দুর্ঘটনাতেই হয়েছে।

এ মামলার বিষয়ে নতুন কোনো তথ্য পেলে পুলিশ আরো তদন্ত করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

ওয়ারিসের ভাই ইমরান বলেন, ভারতজুড়ে গো-রক্ষকদের চালানো বহু হামলার মধ্যে একটি তার ভাইয়ের মৃত্যুর কারণ।

ওয়ারিসের মৃত্যু পাশাপাশি একই ধরনের আরেকটি ঘটনার তুলনা টেনে ধরেন তিনি। ওয়ারিস মারা যাওয়ার দুই সপ্তাহ পর জুনাইদ আর নাসির নামে দুই মুসলিম যুবকের মৃত্যু নিয়ে ভারতের গণমাধ্যমে শোরগোল তৈরি হয়।

হরিয়ানার ভিওয়ানি জেলায় ফেব্রুয়ারি মাসে আগুনে পুড়ে যাওয়া একটি গাড়ির ভেতরে জুনাইদ আর নাসিরের পুড়ে যাওয়া লাশ পাওয়া যায়। তাদের পরিবারের অভিযোগ, গরু পাচারের দায়ে কট্টরপন্থী হিন্দু একটি দলের সদস্যরা তাদের হত্যা করে।

ওই ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা হয়। পুলিশ বলছে, এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

নাসিরের বাড়ি রাজস্থানের ভরতপুরে। তার পরিবারের লোকজনও মনে করে গরু রক্ষা করার জন্য তৈরি করা আইন মুসলিমদের টার্গেট করার জন্যই ব্যবহার করা হচ্ছে।

নাসিরের বড় ভাই মাহমুর বলছিলেন, ‘সবাই ভয়ে থাকে। ভয়টা হলো তারা যেকোনো সময় আপনাকে তুলে নিয়ে যেতে পারে। তারা যে কাউকে তুলে নেয়, মারধর করে আর পরে গরু পাচারের অভিযোগ দেয়।’

গো-রক্ষকরা অবশ্য দাবি করেন, তারা মুসলিমদের টার্গেট করে কোনো কাজ করেন না। তারা পুলিশের সাথে কাজ করে এবং আইনের সীমানার মধ্যে থেকেই পদক্ষেপ নেন বলে দাবি করছে তারা।

সূত্র : বিবিসি





RelatedNews

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র কি ইউক্রেন যুদ্ধের গতি পাল্টে দেবে?

06/06/2023
আন্তর্জাতিক

মুসলিম পার্সোনাল ল বোর্ডের নতুন সভাপতি মুফতি খালেদ সাইফুল্লাহ রাহমানি

06/06/2023
আন্তর্জাতিক

চলতি সপ্তাহে রিয়াদে দূতাবাস চালু করতে যাচ্ছে ইরান : মুখপাত্র

06/06/2023
আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে বাঁধ ধ্বংসের অভিযোগ, জরুরি বৈঠকে জেলেনস্কি

06/06/2023
আন্তর্জাতিক

চীনা সামরিক বাহিনীর ‘আগ্রাসনমূলক’ কার্যক্রম হতাহতের কারণ হতে পারে : হোয়াইট হাউস

06/06/2023
আন্তর্জাতিক

বিদেশ যেতে দেয়া হলো না অভিষেকের স্ত্রীকে

06/06/2023
Load More
Samatal News

সাপ্তাহিক সমতল
সম্পাদক: মুহাম্মদ আলতাফ হোসেন।
নির্বাহী সম্পাদক: আব্দুল নাহিদ মিয়া (নাহিদ মিথুন)

৩২, মায়াকানন, সবুজবাগ, ঢাকা-১২১৪।
Email: samataldesk@gmail.com
Cell: +88-01711237484,
NewsHunt App: https://samatalnews.com/

Follow Us

  • About
  • Contact
  • Terms & Privacy
No Result
View All Result
  • Home
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • প্রতারণা ও দুর্নীতি
  • মতামত
  • সাংবাদিকতা
  • আমার অধিকার
  • সকল গণমাধ্যম
  • App
  • সংবাদ দিন

© 2021 NewsHunt

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
  • Total: 85.9K
  • 67.4KSHARES
  • 17.9KTWEETS
  • Viber
  • WhatsApp
  • 652Email
  • Share
  • SHARES
  • TWEETS
  • +1S
  • PINS
  • SHARES
  • Digg
  • Del
  • StumbleUpon
  • Tumblr
  • VKontakte
  • Print
  • Email
  • Flattr
  • Reddit
  • Buffer
  • Love This
  • Weibo
  • Pocket
  • Xing
  • Odnoklassniki
  • ManageWP.org
  • WhatsApp
  • Meneame
  • Blogger
  • Amazon
  • Yahoo Mail
  • Gmail
  • AOL
  • Newsvine
  • HackerNews
  • Evernote
  • MySpace
  • Mail.ru
  • Viadeo
  • Line
  • Flipboard
  • Comments
  • Yummly
  • SMS
  • Viber
  • Telegram
  • JOIN US
  • Skype
  • Messenger
  • Kakao
  • LiveJournal
  • Yammer
  • Edgar
  • Fintel
  • Mix
  • Instapaper

Add New Playlist

Send this to a friend