ভারতের উত্তর প্রদেশে দলিতদের ওপর অত্যাচারের ঘটনা প্রায়ই ঘটে থাকে। এবার দলিতদের ওপর নির্মম অত্যাচারের অভিযোগ উঠল তেলেঙ্গানায়। ছাগল চুরির অভিযোগে এক দলিত যুবক ও তার বন্ধুকে পায়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে দেয়া হয়। বর্বরতার সীমা ছাড়িয়ে তাদের নিচে ধরিয়ে দেয়া হয় আগুন। তারপর চলে মারধর।
এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে। তারপরই পুলিশ হত্যার চেষ্টা এবং তফসিলি জাতির বিরুদ্ধে নৃশংসতার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে।
ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মাঞ্চেরিয়াল জেলায় গত ১ সেপ্টেম্বর।
জানা গেছে, ওই দুজন এলাকার একটি খামারে কাজ করতেন। সেখান থেকে একটি ছাগল ও একটি লোহার পাইপ চুরি হয়ে যায়। সেই সন্দেহে দলিত যুবক ও তার বন্ধুকে গোয়ালঘরে বেঁধে নির্মমভাবে মারধর করেন খামারের মালিক। পরে দলিত ব্যক্তির আত্মীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তবে কারা এ ঘটনার ভিডিও করেছে তা স্পষ্ট নয়।
শনিবার দলিত যুবকের পরিবার পুলিশের কাছে চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
তদন্তের পরে পুলিশ অভিযুক্ত ব্যক্তি, তার স্ত্রী এবং তাদের ছেলেসহ অন্য একজনকে গ্রেফতার করেছে বলে এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে অভিযুক্তের একটি ছাগল হারিয়ে যায় এবং গত সপ্তাহে একটি লোহার পাইপ চুরি হয়ে যায়। সেই চুরির ঘটনায় তাদের সন্দেহ ছিল ওই দলিত যুবক ও তার বন্ধু এই কাজ করেছে। সেই সন্দেহে তারা তাদের মারধর করে।
উল্লেখ্য, কয়েক দিন আগে মহারাষ্ট্রের আহমেদনগর জেলার একটি গ্রামে একটি ছাগল এবং কিছু পায়রা চুরি করার সন্দেহে একইভাবে চার দলিত ব্যক্তিকে একটি গাছে উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয়। ওই ঘটনারও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরেই পুলিশ ওই ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করেছে। বাকি পাঁচজন পলাতক রয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস