প্রথম উইকেট হারালো বাংলাদেশ, ভেঙেছে উদ্বোধনী জুটি। ফিরেছেন দারুণ খেলতে থাকা মেহেদী মিরাজ। ১১.১ ওভারে শানাকার বলে ক্যাচ দেন তিনি, আউট হবার আগে করেন ২৯ বলে ২৮ রান।
এর আগ পর্যন্ত অবশ্য ভালোই খেলছিলেন বাংলাদেশী ব্যাটাররা। পাওয়ার প্লেতে কোনো সুযোগ দেননি লঙ্কানদের। ফলে বিনা উইকেটে ১০ ওভারে ৪৭ রান তোলে টাইগাররা। মিরাজ আউট হলে নাইম অপরাজিত আছেন ৩৮ বলে ২০ রানে। মাঠে এসেছেন লিটন।
২৫৮ রানের লক্ষ্য আধুনিক ক্রিকেটে সহজ মনে হলেও কলম্বোতে মোটেও সহজ নয়। ২৩১ যেখানে গড় রান, দ্বিতীয় ইনিংসে যা ১৯১। ফলে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাংলাদেশকে।