জয়ের আশা মিটিমিটি জ্বালিয়ে রেখেছিলেন মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়। ধীরে ধীরে দলকে নিয়ে যাচ্ছিলেন লক্ষ্যের কাছে। তবে বেশিদূর আগানো গেলো না, আবারো বাঁধা হয়ে দাঁড়ালেন শানাকা। এবার মুশফিককে তুলে নিলেন তিনি।
আউট হবার আগে ধসের মুখে থেকে দলকে টেনে বের করছিলেন হৃদয়কে নিয়ে। ইনিংস মেরামত করতে লড়ছিলেন দাঁতে দাঁত চেপে। দলকে পার করেছিলেন দেড় শ’ রানের গণ্ডি। তবে শেষ রক্ষা হলো না, ৪৮ বলে ২৯ করে ফিরেছেন তিনি।
দলের অবস্থাও খুব একটা ভালো নয়, ৩৯ ওভারে দলের সংগ্রহ ৫ উইকেটে ১৭৩। জয়ের জন্য এখনো চাই ৬৬ বলে ৮৫ রান। হাতে ৫ উইকেট।
তবে এমন চাপের মাঝেও হেসে উঠেছে তাওহীদ হৃদয়ের ব্যাট। প্রথম তিন ম্যাচে ব্যর্থ থাকার পর ছন্দ ফিরে পেয়েছেন তিনি। তুলে নিয়েছেন অর্ধশতক। ৭৯ বলে ৬২ অপরাজিত আছেন তিনি। সাথে আছেন শামিম পাটোয়ারী।