ম্যাচে ফিরলো বাংলাদেশ। ভয়ংকর হয়ে উঠা ইবরাহিম জাদরানকে ফিরিয়েছেন হাসান মাহমুদ। একপ্রান্ত আগলে রেখে আফগানিস্তানকে জয়ের লড়াইয়ে রাখা এই ব্যাটার ফেরায় স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। যদিও হাসান নয়, এই উইকেটের কৃতিত্ব লিখে দেয়া যায় মুশফিকের নামে।
উইকেটের পেছন থেকে দারুণ ক্যাচ নিয়ে ইবরাহিমকে ফিরিয়েছেন মুশফিক। যার নাম অনায়াসেই দেয়া যায় ‘সুপারম্যান’ ক্যাচ। আউট হবার আগে ৭৪ বলে ৭৫ রান করেছেন ইবরাহীম।
৩০ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৫১ রান। শেষ ২০ ওভারে জয়ের জন্য চাই আরো ১৮৪ রান।