মুশফিকুর রহিমের ঝড়ের পর এবার বৃষ্টি নেমেছে সিলেটে। মুষলধারের বৃষ্টিতে থমকে আছে খেলা, ইনিংস বিরতির সময় পেড়িয়ে গেলেও তাই মাঠে নামেনি কোনো দল। এখন আর কোনো উপায় নেই অপেক্ষা করা ছাড়া।
বৃষ্টির সম্ভাবনা আগেই ছিল, দিনেও বৃষ্টি হওয়ার পূর্বাভাস ছিল। তবে দিনে আর বৃষ্টি হয়নি, মেঘ আড়াল হয়েছিল রোদে। ফলে যথাসময়েই শুরু হয় খেলা, টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
দিনের বেলায় বৃষ্টি না হলেও ঝড় হয়েছিল ঠিকই, যেই ঝড়ের নাম মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ১৪ বছরের পুরনো সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি, ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুততম শতক এখন তারই। আজ মাত্র ৬০ বলে ১৪ চার আর ২ ছক্কায় তিন অংকের ঘর স্পর্শ করেন তিনি।
তার এমন রেকর্ডের দিনে ভেঙেছে দলের রেকর্ডও, ৩৩৮ রানের সর্বোচ্চ সংগ্রহ ৪৮ ঘণ্টাও স্থায়ী হয়নি, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ এখন ৩৪৯/৬।
সিলেটে সিরিজের দ্বিতীয় এ ওয়ানডে ম্যাচে জয়ের জন্য আয়ারল্যান্ডকে করতে হবে ৩৫০ রান।
বাংলাদেশের হয়ে মুশফিক ছাড়াও রান পেয়েছেন নাজমুল হোসেন শান্ত (৭৩), লিটন দাস (৭০) ও তাওহীদ হৃদয় (৪৯)।