ভারতের দিল্লির পর এবার কর্ণাটকের একটি সরকারি স্কুলে মুসলিম শিক্ষার্থীদের পাকিস্তানে চলে যেতে বললেন এক শিক্ষিকা। অভিযুক্ত ওই শিক্ষিকার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে জেলা শিক্ষা দফতর।
রোববার ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন বিষয়টি নিশ্চিত করেছে। পত্রিকাটি জানিয়েছে, অশান্তি এড়াতে প্রাথমিকভাবে ওই শিক্ষিকাকে অন্য স্কুলে বদলি করা হয়েছে।
ঘটনাটি কর্ণাটকের শিবমোগ্গা জেলার। স্থানীয় সরকারি স্কুলের অভিযুক্ত শিক্ষকার নাম মঞ্জুলা দেবী। ওই স্কুলে গত ৯ বছর ধরে কর্মরত তিনি।
এ ঘটনায় বেশ কয়েকজন মুসলিম ছাত্র অভিযোগ করেছে, অভিযুক্ত শিক্ষিকা তাদের পাকিস্তানে চলে যেতে বলেছেন। যেহেতু তারা মুসলিম। এর বাইরেও তিনি ধর্মীয় বিদ্বেষমূলক একাধিক মন্তব্য করেছেন বলেও তাদের অভিযোগ।
এই ঘটনার তদন্ত শুরু করেছেন ব্লক শিক্ষা আধিকারিক পি নীরজ। প্রাথমিকভাবে শিক্ষিকাকে অন্য স্কুলে পাঠানো হয়েছে।
এর আগে দিল্লির একটি সরকারি স্কুলে শিক্ষকার বিরুদ্ধেও শিক্ষার্থীদের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছিল।