মৃত্যুর কয়েক দিন আগে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী রুশ প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের নতুন একটি ভিডিও প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার ভিডিওটি প্রকাশ করেছে ভাগনার সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেল ‘গ্রে জোন’, এক্স (সাবেক টুইটার)-সহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম।
টেলিগ্রামে প্রকাশিত প্রায় ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে প্রিগোশনিকে বলতে শোনা যায়, ‘আমি বেঁচে আছি কী নেই, তা নিয়ে যারা আলোচনা করছেন, তাদের উদ্দেশে বলতে চাই, সবকিছু ঠিকঠাক আছে।’
নিজের অবস্থান জানিয়ে তিনি বলেন, ‘এখন ২০২৩ সালের আগস্টের মাঝামাঝি সময়, সপ্তাহের শেষ। আমি আফ্রিকায় আছি।’
‘সপ্তাহের শেষ’ ও ‘আগস্টের মাঝামাঝি সময়’ এই দু’টি কথা থেকে ধারণা করা যায়, ভিডিওটি আগস্টের ১৯ অথবা ২০ তারিখে ধারণ করা হয়েছে।
এছাড়া ভিডিওতে প্রিগোশিনকে যে পোশাক ও টুপি পরে থাকতে দেখা গেছে, তা ২১ আগস্ট গ্রে জোনের প্রকাশিত তার আরেকটি ভিডিওর সাথে মিলে যায়। ওই ভিডিওতেও প্রিগোশিন জানিয়েছিলেন, তিনি আফ্রিকায় আছেন।
উল্লেখ্য, গত ২৩ অগাস্ট মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে প্রিগোজিনকে বহন করা বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় তার সাথে তার ডান হাত বলে পরিচিত প্রধান সহচর দিমিত্রি উৎকিন এবং তার শীর্ষ সহযোগী ভ্যালেরি চেকালভ ও চারজন দেহরক্ষী ছিলেন। দুর্ঘটনায় তিনজন ক্রুসহ সব যাত্রীর মৃত্যু হয়।
প্রিগোজিনকে বহন করা বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি।
উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার ঠিক দুই মাস আগে ওয়াগনার বাহিনী রাশিয়ার প্রতিরক্ষা নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। যে বিদ্রোহের আয়ু মাত্র ২৪ ঘণ্টার মতো হলেও সেটি রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল।