আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারতীয় সংসদের বিশেষ অধিবেশন। সেই অধিবেশনের আগে এবার নয়টি ইস্যুকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন কংগ্রেস চেয়ারপারসন সোনিয়া গান্ধি। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে সংসদে আলোচনা ও বিতর্কের দাবিও জানিয়েছেন সোনিয়া।
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সোনিয়া লিখেছেন, ‘বিরোধীরা অবশ্যই এই বিশেষ অধিবেশনে অংশ নিতে চায়।’ সেইসাথে অধিবেশনে সাধারণ মানুষের কথা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই অধিবেশনে বিরোধীরা উত্থাপন করতে চায় বলেও চিঠিতে জানিয়েছেন সোনিয়া গান্ধি।
তবে সংসদের এই বিশেষ অধিবেশন অন্যান্য রাজনৈতিক দলের সাথে কোনো পরামর্শ ছাড়াই যেমন অনুষ্ঠিত হচ্ছে, তেমনই কোনো বিরোধী দলের এই অধিবেশনের অ্যাজেন্ডা বা বিজনেস সম্পর্কে কোনো ধারণা নেই বলেও প্রধানমন্ত্রীকে চিঠিতে জানিয়েছেন সোনিয়া। তিনি লিখেছেন, ‘আপনি ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংসদের বিশেষ পাঁচ দিনের অধিবেশনের আহ্বান করেছেন। তবে এই বিশেষ অধিবেশন অন্যান্য রাজনৈতিক দলের সাথে কোনো পরামর্শ ছাড়াই আহ্বান করা হয়েছে। আমাদের কারো এই অধিবেশনের অ্যাজেন্ডা সম্পর্কে কোনো ধারণা নেই।’
প্রধানমন্ত্রীকে সোনিয়া গান্ধি লিখেছেন, ‘আমাদের জানানো হয়েছে- অধিবেশনের পাঁচ দিনই সরকারি কাজের জন্য বরাদ্দ করা হয়েছে। আমরা অবশ্যই বিশেষ অধিবেশনে অংশ নিতে চাই। কারণ, আমরা জনসাধারণের উদ্বেগ ও গুরুত্বের বিষয়গুলো তুলে ধরতে চাই।’ কংগ্রেস নেত্রী অনুরোধ করেছেন, বিশেষ অধিবেশন চলাকালীন আদমশুমারির প্রয়োজনীয়তা, মণিপুর ইস্যু, সাম্প্রদায়িক সংঘর্ষ এবং মুদ্রাস্ফীতিসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হোক।
একইসাথে সোনিয়া গান্ধি জানিয়েছেন, ‘আমি আন্তরিকভাবে আশা করছি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা এবং বিতর্কের জন্য উপযুক্ত নিয়মের অধীনে সময় বরাদ্দ করা হবে।।
তিনি দাবি জানিয়েছেন, মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব, এমএসএমইগুলোর দুর্দশা, কৃষক সংগঠনগুলোর প্রতি ভারত সরকারের প্রতিশ্রুতির ওপরও আলোচনা হোক অধিবেশনে। সেইসাথে, আদানি ব্যবসায়িক গোষ্ঠীর লেনদেনের বিষয়ে তদন্তের জন্য একটি জেপিসি (জয়েন্ট পার্লামেন্টারি কমিটি) গঠনের জন্যও প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছেন সোনিয়া। সূত্র : ইটিভি ভারত