যশোরের মনিরামপুরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে ঢুকে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।
শুক্রবার সকালে ঢাকা-সাতক্ষীরা মহাসড়কের মনিরামপুরের ব্যাগারিতলায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে যশোর থেকে সাতক্ষীরা অভিমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে ঢুকে পড়ে। এ সময় হোটেলের ভেতরের পাঁচজন নিহত হন। তারা সবাই সেখানে সকালের নাস্তা করছিলেন।
নিহতরা হলেন শামসুর রহমান (৫৫), তোহিদুর (৩৮), হাবিবুর রহমান (৪০), তাহসিব হোসেন (৭) ও জিয়াউর রহমান (৩৫)।
এ ঘটনায় সকাল ১০টা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রেখেছেন। এতে উভয়পাশে কয়েক শতাধিক গাড়ি আটকা পড়েছে।
বিস্তারিত আসছে …..