পবিত্র রমজান উপলক্ষে নিজ দেশের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও শুভেচ্ছাবার্তায় আরবি ভাষায় তিনি বলেছেন, ‘রমাজানু মুবারাকুন’।
বৃহস্পতিবার আলজাজিরা জানায়, ওই বার্তায় জেলেনেস্কি বলেছেন, আমাদের দেশের বড় সংখ্যক মানুষ মুসলিম। তাদের অনেকে বর্তমানে রুশ নিপীড়নের শিকার। আমরা শিগগির-ই ইউক্রেনের মুসলমানদের রুশ আগ্রাসন থেকে মুক্ত করব।
ভলোদিমির জেলেনস্কি আরো বলেন, আমি আশা করছি- রমজানে মুসলমানদের ইবাদত আমাদের বিজয়কে ত্বরান্বিত করবে। আমি আরো আশা করি- রমজান আমাদের স্বাধীনতা নিয়ে আসবে।