রাজশাহীর তানোর উপজেলায় বিড়ি কেনার জন্য টাকা না দেয়ায় বৃদ্ধা নানিকে পিটিয়ে হত্যা করেছেন ইসমাইল সরেন নামের এক ব্যক্তি বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে নিহতের নাতি ইসমাইল সরেনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বিড়ির টাকার জন্য রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে ৭৫ বছর বয়সী নানি সোনা সরেনকে বেধড়ক মারধর করেন তার নাতি ইসমাইল সরেন (৩৫)। পরে গভীর রাতে সোনা সরেনের মৃত্যু হয়। খবর পেয়ে সোমবার সকালে তানোর থানা পুলিশ উপজেলার কলমা ইউনিয়নের আদিবাসী পাড়ায় যায়। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি করে দুপুরে নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় সোমবার দুপুরে নিহতের মেয়ে আমেনা টুডু ইসমাইল সরেনের নামে থানায় হত্যা মামলা করেন। পুলিশ অভিযুক্ত ইসমাইল সরেনকে গ্রেফতার করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, তানোর উপজেলার কলমা ইউনিয়নের আদিবাসীপাড়ায় জিতু সরেনের ছেলে ইসমাইল সরেন নেশাগ্রস্ত অবস্থায় রোববার দুপুরে বাড়ি ফিরে তার বৃদ্ধা নানি সোনা সরেনের কাছে বিড়ি কেনার জন্য টাকা চায়। সোনা সরেন তাকে টাকা দিতে রাজি হননি। এতে ইসমাইল ক্ষিপ্ত হয়ে সোনা সরেনকে মারধর করেন। বুকে লাথি ও লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এসময় বাড়ির দরজায় লাঠি নিয়ে অন্য সদস্যদের ভয় দেখায় ইসমাইল। তাই তারা সারাদিন ভয়ে বাড়িতে ঢুকতে পারেনি। রাতে এলাকাবাসীর সহযোগিতায় বাড়ির সদস্যরা ঘরে ঢুকে দেখেন সোনা সরেনের নিথর দেহ মাটিতে পড়ে আছে। এরপর থানায় খবর দেয়া হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় নিহতের মেয়ে দুপুরে থানায় হত্যা মামলা করেন। লাশ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া হত্যার অভিযোগে ইসমাইল সরেনকে গ্রেফতারের পর দুপুরে আদালতের আদেশে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।