এশিয়া কাপের সর্বোচ্চ শিরোপাজয়ী দুই দলের লড়াই, তবুও আরো একটা এশিয়া কাপের ফাইনালে। জমজমাট একটা লড়াইয়ের আভাস ছিল, বেশ উপভোগ্য হয়ে উঠবে ধারণা করা হচ্ছিল। তবে তা আর হতে দিলেন না সিরাজ, লজ্জ্বায় ডুবালেন লঙ্কানদের।
ফাইনালের উত্তেজনা এক ওভারেই শেষ করে দেন মোহাম্মদ সিরাজ। এক ওভারে চার উইকেট তুলে নিয়ে ধ্বসিয়ে দেন লঙ্কানদের। এরপর উইকেট আরো দুটো। সব মিলিয়ে মাত্র ২১ রানে ৬ উইকেট নেন তিনি। লঙ্কানদের দৌড় থামে ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে। যা ওয়ানডেতে শ্রীলঙ্কার দ্বিতীয় সর্ববিম্ন সংগ্রহ।
বিস্তারিত আসছে..