ষষ্ঠ ওভারে এসে আনন্দের প্রথম উপলক্ষ পেল বাংলাদেশ। হাসান মাহমুদের আঘাতে ভেঙেছে লঙ্কানদের উদ্বোধনী জুটি। দিমুথ করুনারত্নেকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন তিনি। ৬ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৩৫ রান।
প্রথম ওভারেই ভাঙতে পারতো লঙ্কানদের উদ্বোধনী জুটি, তবে তাসকিনের বলে আম্পায়ার এলবিডব্লু দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান পাথুম নিশানকা। এরপর আর সম্ভাবনা তৈরি হয়নি। অবশেষে ৫.৩ ওভারে এসে ভাঙে এই জুটি। ফেরেন করুনারত্নে।
করুনারত্নে ফিরেছেন ১৭ বলে ১৮ রান করে। মাঠে আছেন নিশানকা ১২ রান নিয়ে। নতুন এসেছেন কুশল মেন্ডিস।
এর আগে কলম্বোতে সুপার ফোর পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। বৃষ্টির সম্ভাবনা থাকা ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামে টাইগাররা। আফিফের বদলে একাদশে এসেছেন নাসুম আহমেদ।