ভিডিওটি ২০১৮ সালের সময় কক্সবাজার সদরে অ্যাসিল্যান্ড হিসেবে দায়িত্বে ছিলেন নাজিম উদ্দিন।
ওই বছরের মে মাসে কক্সবাজার শহরের কলাতলী এলাকার মোহাম্মদ আলী ওরফে নফু মাঝি (৬৫) নামে এক বৃদ্ধকে কানে ধরে টানাহেঁচড়া করেন নাজিম উদ্দিন।
নির্যাতনের ওই ভিডিও দেখে শুধু কক্সবাজার জেলা প্রশাসন নয়, চট্টগ্রামসহ পুরো দেশে কর্মরত সরকারি কর্মকর্তারা বিব্রতবোধ করেন।
ভিডিওতে দেখা গেছে, ফসলের মাঠের পাশ দিয়ে ওই বৃদ্ধকে কান ধরে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন নাজিম উদ্দিন। তার পাশেই সহকারী হিসেবে থাকা ভূমি অফিসের ঝাড়ুদার সাহাব উদ্দিনকে মোবাইলে কথা বলতে দেখা যায়।
এ ঘটনার পর সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে তাকে ২০১৮ সালের ১১ নভেম্বর রাঙ্গামাটি জেলার লংগদুতে শাস্তিমূলকভাবে বদলি করা হয়।
source