পেঁয়াজের পর এবার সেদ্ধ চাল রফতানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত সরকার।
গতকাল শুক্রবার (২৫ আগস্ট) ভারতের অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, এই আদেশ আগামী ১৬ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। এক সপ্তাহ আগে পেঁয়াজের ওপর ৪০ শতাংশ রফতানি শুল্ক আরোপ করে দেশটি।
ভারতের গণমাধ্যমের খবর থেকে জানা যায়, রফতানির উদ্দেশ্যে যেসব সেদ্ধ চাল ইতিমধ্যে শুল্কায়নের জন্য কোনো ভারতীয় বন্দরে রয়েছে এবং রফতানির জন্য ২৫ আগস্টের আগে বৈধ ঋণপত্র খোলা হয়েছে, সেসব চাল নতুন আরোপিত শুল্কের আওতার বাইরে থাকবে।
বিশ্ববাজারে ভারত যে পরিমাণ চাল রফতানি করে, তা রফতানি বাজারের ৪০ শতাংশের বেশি। ফলে তারা চাল রফতানির ওপর নিষেধাজ্ঞা দেয়ায় অন্য আমদানিকারক দেশে চালের দাম বৃদ্ধির বিষয়ে উদ্বেগ বাড়তে পারে। বাংলাদেশও ভারত থেকে অবাসমতী সেদ্ধ চাল আমদানি করে।