অস্কারের ৯৫তম আসরে রাজত্ব ছিল ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমাটির। সেরা চলচ্চিত্রসহ সাতটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ছবিটি।
এবারের আসরে সবচেয়ে বেশি ক্যাটাগরিতেও মনোনয়ন পেয়েছিল সিনেমাটি।
সেরা চলচ্চিত্র ছাড়াও অভিনেত্রী (মিশেল ইয়োহ), সহ-অভিনেত্রী (জেমি লি কার্টিস), সহ-অভিনেতা (কে হু কোয়ান), পরিচালক (ড্যানিয়েল কোয়ান) এবং চিত্রনাট্য ও এডিটিংয়ে পুরস্কার জিতে সিনেমাটি।
সেরা পরিচালকের পুরস্কার হাতে নিয়ে ড্যানিয়েল কোয়ান বলেন, ‘আজ রাতে যথেষ্ট কথা বলেছি। এই পুরস্কার আমাকে অনুপ্রাণিত করছে।’
সূত্র : ইউএস টুডে