মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসের পাশেই বজ্রপাতে চারজন আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
হোয়াইট হাউসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বজ্রপাতে ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনাস্থলের বিভিন্ন ছবি ও ভিডিওতে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও অন্তত একটা ফায়ার ট্রাক দেখা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রবল বজ্রবৃষ্টি হয়। প্রবল বৃষ্টি থেকে রক্ষা পেতে হোয়াইট হাউসের পাশের ছোট্ট পার্কে আশ্রয় নিয়েছিলেন একদল মানুষ। সেখানেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দুই নারী ও দুই পুরুষ মারাত্মকভাবে আহত হন।
ওয়াশিংটনের দমকল বিভাগের দেওয়া তথ্যমতে, আহতের অবস্থা গুরুতর এবং প্রাণ সংশয়ের আশঙ্কাও রয়েছে।
প্রতি বছরই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে।#
পার্সটুডে/এসএ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।