মরক্কোয় ভূমিকম্পের ১২ ঘণ্টা পর এক বৃদ্ধা নারীকে উদ্ধার করা হয়েছে। রোববার দেশটির গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এই দৃশ্য দেখা যায়।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একজন বৃদ্ধা নারীকে উদ্ধার করা হচ্ছে। এ সময় তার পরিবারের লোকজন উপস্থিত ছিল। তাদেরকে বেশ আনন্দিত দেখা যাচ্ছিল।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে ৬.৮ মাত্রার ভূমিকম্পে দেশটিতে এ পর্যন্ত প্রাণ গেছে দুই হাজার ১২ জন মানুষের। আহত হয়েছেন আরো দুই হাজার ৫৯ জন। এদের মধ্যে এক হাজার ৪০৪ জনের অব্স্থা আশঙ্কাজনক। শক্তিশালী এই ভূমিকম্পের পর তিন দিনের শোক ঘোষণা করেছে মরক্কো।
সূত্র : আলজাজিরা