নেপালের পোখরায় বিধ্বস্ত হওয়া বিমানে পাঁচ ভারতীয়সহ ১৫ বিদেশী নাগরিক ছিলেন বলে জানিয়েছেন দেশটির সংবাদমাধ্যম। আর বিমানটিতে মোট ৭২ আরোহী ছিলেন।
রোববার দেশটির সংবাদমাধ্যম দ্যা হিমালায়ন এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, বিধ্বস্ত এএনসি এটিআর-৭২ সিরিজের বিমানে ১৫ বিদেশী নাগরিক ছিলেন। আশঙ্কা করা হচ্ছে তারা সবাই মারা গেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের ৭২ আরোহীর মধ্যে চার ক্রুসহ ৫৭ জন নেপালি, পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, দু‘জন কোরিয়ান, এবং একজন করে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, আর্জেন্টিনা ও ফ্যান্সের নাগরিক ছিলেন।
জানা গেছে, বিমানটি পোখরার সেটি গোর্জ এলাকায় বিধ্বস্ত হয়েছে। যেটি স্থানীয় বিমান বন্দর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে।
উদ্ধারকারী বাহিনী ও নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
নেপালের ইতিহাসে এটিআর-৭২ সিরিজের বিমান দুর্ঘটনা এটিই প্রথম।