সমতল ডেস্কঃ গত ৮ই মার্চ ২০২২ তারিখে প্রায় বেলা ১২ টার দিকে পাবনা জেলা পরিষদের সিইও-এর অফিস রুমে দুই জন সাংবাদিক পরস্পরকে আঘাত করেন। বিস্তারিত ভিডিওতে।
—
খোজ নিয়ে জানা গেছে আঘাত প্রাপ্ত সাংবাদিক আব্দুল হামিদের কিছু সাংবাদিক নিয়ে একটি জোট আছে এবং তারা তাদের জোট বহির্ভুত অন্যান্য সাংবাদিকদের বিভিন্ন পন্থায় ক্ষতিগ্রস্থ করে চলেছে। উদাহরন হিসেবে বিভিন্ন সরকারী-বেসরকারী অফিসে সংবাদ নিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, বিজ্ঞাপন নিতে বাধা গ্রস্থ করা, বিভিন্ন ভাবে অপমান করা, চিটার-বাটপার বলা, বিভিন্ন কৌশলে বিপদে ফেলা, বিপদে পরলে অনাকে চিনিনা উনি সাংবাদিক না ইত্যাদি।
ভুয়া সাংবাদিক ও অস্তিত্বহীন টেলিভিশোনের সংবাদ ছাপায় প্রথম পাতায়
৪০০ টাকার কেকের অনুষ্ঠানে বিশেষ অতিথি করে আর ৩০০ টাকা হাতে দিলেই অস্তিত্বহীন টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকির সংবাদ ছাপায় তার পত্রিকার প্রথম পাতায়। পরে এই সকল ভুয়া সাংবাদিকদের দিয়ে বিজ্ঞাপন, বিজ্ঞপ্তি ও নিউজের নামে চাদাবাজি করায়। অফিসে বসে টাঁকা ভাগ করে নেয়।
এই সম্পাদককে এসকল বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন এটা দেখার দায়িত্ব সরকারের আমার আপনার না।