সমতল ডেস্কঃ পাবনা ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে. বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইনষ্টিটিউট (বিনা)’র ঈশ্বরদী উপকেন্দ্রের উদ্যোগে উচ্চ ফলনশীল মসুর ডালের জাত বিনামসুর-৮ এর প্রচার ও চাষ সম্প্রসারনের লক্ষে কৃষকদের নিয়ে মাঠ দিবস ২০২৩ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫.০৩.২০২৩ তারিখ বিকেলে ইউনিয়নের ফকিরমার্কেটে অনুষ্ঠিত এ কর্মসুচিতে বিনা উদ্ভাবিত বিনামসুর-৮ এর চাষাবাদ পদ্ধতি এবং বাণিজ্যিক ভাবে উৎপাদনের লাভজনক দিক গুলো কৃষকদের অবহিত করা হয়। মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায়
বিনার ভারপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ খান জাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসুচিতে প্রধান অথিতি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনা’র মহা পরিচালক ডঃ মির্জা মোফাজ্জল ইসলাম এবং পরিচালক ডঃ মোঃ আব্দুল মালেক। স্বাগত বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তামোঃ মাহবুবুল আলম।
বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ খান জাহান আলী কৃষকদের উদ্দেশ্যে বলেন যেকোনো প্রয়োজনে বিনা ও বিএডিসি আপনাদের পাশে আছে।