সমতল ডেস্কঃ পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্টিটিউট ( বিনা) উপকেন্দ্রে ভার্মিকম্পোস্ট উদ্যোক্তা ও কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষঠিত হয়েছে। আজ সকাল ১০ টায় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের তত্ত্বাবধানে ভার্মিকম্পোস্ট উৎপাদনে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি সংক্রান্ত উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিনার ভারপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তা মো: খান জাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে ডঃ মোঃ আজিজুল হক বলেন ভার্মিকম্পোস্ট বা কেচো সার দিয়ে মাটির স্বাস্থ্য রক্ষা ও ফসলের উৎপাদন বৃদ্ধি করা যায়। ভার্মিকম্পোস্ট সার ব্যবহারে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব।
এই প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার মহা পরিচালক ড, মির্জা মোফাজ্জল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার পরিচালক ড মো: আব্দুল মালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা ময়মনসিংহের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও প্রধান গবেষক ড মো: আজিজুল হক , উপজেলা কৃষি অফিসার মিতা সরকার।