পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেছে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১ টার দিকে স্বাধীনতা চত্ত্বরের সামনে থেকে তাদের এ কার্যক্রম শুরু হয়।
স্বাধীনতা চত্ত্বর থেকে শুরু করে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ,প্রশাসনিক ভবন,ব্যাংক,স্টেশনারি সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় গিয়ে তাদের এ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন,বর্ষা পরবর্তী সময়ে ডেঙ্গু প্রকট আকার ধারণ করেছে। তাই আমরা ডেঙ্গু প্রতিরোধে সবার মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছি।
সাধারণ শিক্ষার্থীদের এধরণের উদ্যোগ প্রসঙ্গে ব্যাবসায়ী প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মোঃ কামরুজ্জামান বলেন, আমরা সবাই ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে কমবেশি জেনে থাকলেও অনেক সময় সচেতনতার অভাবে অবহেলা করি। যার ফলে অনেক সময় নিজেরাই ডেঙ্গু আক্রান্ত হয়ে পরি। তাই সাধারণ শিক্ষার্থীদের এ ধরনের কার্যক্রমে আমি তাদেরকে সাধুবাদ জানাই।
ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড.মোঃ হাবিবুল্লাহ বলেন, বাংলাদেশে আইন করে কখনো ডেঙ্গু প্রতিরোধ করা যাবে না। একমাত্র জনসচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ ও একে নির্মূল করতে। তাই সাধারণ শিক্ষার্থীরা যে কার্যক্রম পরিচালনা করছে তা প্রশংসার দাবিদার।