পাবনা প্রতিনিধিঃ পাবনা সদরের এবি ট্রাষ্ট এর আয়োজনে তুরস্কের টিকা বাংলাদেশের সহযোগিতায় দরিদ্র মানুষের মধ্যে ৫০টি সেলাই মেশিন, ৫০ টি গাভী, গভীর নলকূপ এবং অগভীর নলকূপ বিতরণ করা হয়।
আজ ০১ নভেম্বর শুক্রবার সকালে শহরের আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস কলেজিয়েট স্কুল মাঠে এবি ট্রাষ্ট এর চেয়ারম্যান বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন টিকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শেভকি মার্ট বারিশ, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মুহান্মেদ আলি আর্মান, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, সহকারী পুলিশ সুপার আরজুমানা বেগম, দারুল আমান ট্রাষ্ট সেক্রেটারি নেছার আহমেদ নান্নু প্রমূখ।
পাবনার দরিদ্র মানুষকে সহায়তার ভবিষ্যত কর্ম-পরিকল্পনা জানালেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস ও টিকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শেভকি মার্ট বারিশ।