সমতল ডেস্কঃ পাবনা জেলার সুজানগর উপজেলার হাটখালি ইউনিয়নের ভাদুরবাগ গ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ার ফিরোজ আহম্মেদ খান। বগুড়া জেলায় চাকুরী ও ব্যবসায় নিয়োজিত ছিলেন যথেষ্ট সচ্ছলতা নিয়ে। ৬৮০০০ মানুষের বাস হাটখালি ইউনিয়নে নিজ বাড়িতে বেড়াতে আসেন ছুটিতে।
একদিন ভোরে দলে দলে মানুষ এসে ভিড় জমায় ফিরোজ আহম্মেদের বাড়িতে, সঙ্গে নিয়ে আসেন তাদের অনুরোধ। আর সে অনুরোধটি হলো ফিরোজ কে হাটখালি ইউনিয়নের চেয়ারম্যান হয়ে ৬৮০০০ মানুষের দায়িত্ব নিয়ে সেবা করতে হবে, শুনতে হবে তাদের অভিযোগ আর সমাধান করতে হবে তাকেই। শত চেষ্টা করেও ফিরোজ ফেরাতে পারেননি হাটখালি ইউনিয়নের সর্ব সাধারনের অনুরোধ। অবশেষে ভোটের মাত্র আড়াই মাস আগে চেয়ারম্যান নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে চাকুরী ছেরে গ্রামে আসেন ফিরোজ এবং বিপুল ভোটের ব্যবধানে ২০২১ সালের ১১ নভেম্বর হাটখালি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন ইঞ্জিনিয়ার ফিরোজ আহম্মেদ খান। মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সর্বচ্চ চেষ্টা করে চলেছেন ফিরোজ। আজ ৫ই জানুয়ারী ২০২৩ তারিখে ১০৮২ জন কার্ডধারী দরিদ্র পরিবারকে বরাদ্দকৃত টিসিবির পন্য সরবরাহ করেন তিনি; সমস্ত পন্য সুষ্ঠ ভাবে বন্টন করার জন্য ইউনিয়ন পরিষদের অফিসে নিজে উপস্থিত হয়ে সকল কার্যক্রম তদারকি করেন। কখনবা নিজ হাতে টিসিবির পন্য তুলে দেন দরিদ্র মানুষের হাতে। চেয়ারম্যান ফিরোজ জানান ২০০০ ব্যক্তির জন্য টিসিবির পন্য পেলে হাটখালি ইউনিয়নের দরিদ্র মানুষের চাহিদা পুরন হতো। তিনি আরও বলেন আমার হাটখালি ইউনিয়নের সকল মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমি সর্ব সাধ্য দিয়ে সর্বচ্চ চেষ্টা চালিয়ে যাব।