সমতল আন্তর্জাতিক ডেস্কঃ চলমান ফুটবল বিশ্বকাপের কাতারের অবকাশে এ পর্যন্ত ৮৮৭ জন অমুসলিম পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরা গতকাল ২৬/১১/২০২২ (শনিবার) এ তথ্য জানিয়েছে।
কাতারি গনমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে কাতারের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় কাতারে ভ্রমণকারী মানুষের কাছে পবিত্র ধর্ম ইসলামকে তুলে ধরতে নানা কর্মসূচি গ্রহন করেছে।
ভারতীয় স্বনামধন্য ইসলাম ধর্মপ্রচারক জাকির নায়েকের উদ্ধৃতি দিয়ে টিভি চ্যানেলটি জানিয়েছে ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ রয়েছেন। ধর্মপ্রচারক জাকির নায়েক ইসলাম ধর্ম প্রচারের জন্য বর্তমানে কাতারে রয়েছেন।
ধর্মপ্রচারক জাকির নায়েক জানিয়েছেন কাতারে বিশ্বকাপ ফুটবল দেখতে আসা বিদেশিদের অনেকেই আজান শুনে প্রভাবিত হচ্ছেন।
গত ২১ই নভেম্বর থেকে মুসলিম দেশ কাতারে ২২তম ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
বিশ্বে সবচেয়ে বড় আন্তর্জাতিক খেলা হচ্ছে ফুটবল বিশ্বকাপ। প্রতি চার বছর অন্তর ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হয়।