পাবনায় জাতীয় যুব সংহতির ৫১ সদস্যের জেলা আহব্বায়ক কমিটি গঠন

সমতল ডেস্কঃ আজ ১০ই অক্টোবর ২০২২ শনিবার সকাল ১১:৩০টায় পাবনা শহরের রুপকথা রোডের স্বাগতম চাইনিজ রেস্টুরেন্টে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতি এর কর্মী সভা-২০২২ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ‘বাংলাদেশ জিন্দাবাদ’, ‘পল্লী বন্ধু এরশাদ অমর হোক’, ‘জি এম কাদের জিন্দাবাদ’ শ্লোগানে মুখরিত হয়ে উঠে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবর্গ, জাতীয় ছাত্র সমাজের নেতাগন এবং পাবনা জেলা জাতীয় পার্টির স্থানীয় নেতাগন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ অয়াসিউর রহমান দোলন- যুগ্ন আহব্বায়কঃ জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটি, সাজিদ রওসন ঈশান- সদস্যঃ জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটি, বীর মুক্তি যোদ্ধা মোঃ হায়দার আলী-সভাপতি জাতীয় পার্টি পাবনা জেলা শাখা, আব্দুল কাদের খান কদর- সাধারন সম্পাদকঃ জাতীয় পার্টি পাবনা জেলা শাখা, ওমর আলী খান মান্নাফ- সদস্যঃ সদস্যঃ জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটি, মোঃ শহিদুল ইসলাম দায়েন- যুগ্ন সাধারন সম্পাদকঃ জাতীয় পার্টি পাবনা জেলা শাখা, মির্জা আব্দুল হালিম রিগ্যান- সহ-সভাপতিঃ জাতীয় যুব সংহতি পাবনা জেলা শাখা, মোঃ গোলাম রসুল লিটন-সাধারন সম্পাদকঃ জাতীয় যুব সংহতি পাবনা জেলা শাখা, মোঃ ইকবাল হোসেন- আহবায়কঃ জাতীয় ছাত্র সমাজ পাবনা জেলা শাখা।
সভায় সর্ব সম্মতি ক্রমে জাতীয় যুব সংহতি পাবনা জেলা শাখার আহব্বায়ক কমিটিতে যাদেরকে রাখা হয়েছেঃ মোঃ গোলাম রসুল লিটন(আহব্বায়ক), নুরুজ্জামান সাদ্দাম(যুগ্ন আহব্বায়ক-১), আসাদুল ইসলাম(যুগ্ন আহব্বায়ক-২, শেখ তোফাজ্জল হোসেন(যুগ্ন আহব্বায়ক-৩), মকবুল হোসেন(যুগ্ন আহব্বায়ক-৪), শাহাদত মন্ডল(যুগ্ন আহব্বায়ক-৫), ফিরোজ খান(যুগ্ন আহব্বায়ক-৬), মির্জা আব্দুল হালিম(যুগ্ন আহব্বায়ক-৭), মোঃ শামীম আহম্মেদ রিগ্যান( সদস্য সচিব), সদস্যগনঃ ওমর আলী খান মান্নাফ, শামসুদ্দিন পাঠান, ইব্রাহিম হোসেন, মোঃ আবু ফারহা প্রমুখ। আগামী ৬০ দিনের মধ্যে সম্মেলন  করার জন্য সুপারিশ করেন উপস্থিত নেতাগন।

Send this to a friend