সমতল ডেস্কঃ আজ ১০ই অক্টোবর ২০২২ শনিবার সকাল ১১:৩০টায় পাবনা শহরের রুপকথা রোডের স্বাগতম চাইনিজ রেস্টুরেন্টে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতি এর কর্মী সভা-২০২২ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ‘বাংলাদেশ জিন্দাবাদ’, ‘পল্লী বন্ধু এরশাদ অমর হোক’, ‘জি এম কাদের জিন্দাবাদ’ শ্লোগানে মুখরিত হয়ে উঠে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবর্গ, জাতীয় ছাত্র সমাজের নেতাগন এবং পাবনা জেলা জাতীয় পার্টির স্থানীয় নেতাগন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ অয়াসিউর রহমান দোলন- যুগ্ন আহব্বায়কঃ জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটি, সাজিদ রওসন ঈশান- সদস্যঃ জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটি, বীর মুক্তি যোদ্ধা মোঃ হায়দার আলী-সভাপতি জাতীয় পার্টি পাবনা জেলা শাখা, আব্দুল কাদের খান কদর- সাধারন সম্পাদকঃ জাতীয় পার্টি পাবনা জেলা শাখা, ওমর আলী খান মান্নাফ- সদস্যঃ সদস্যঃ জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটি, মোঃ শহিদুল ইসলাম দায়েন- যুগ্ন সাধারন সম্পাদকঃ জাতীয় পার্টি পাবনা জেলা শাখা, মির্জা আব্দুল হালিম রিগ্যান- সহ-সভাপতিঃ জাতীয় যুব সংহতি পাবনা জেলা শাখা, মোঃ গোলাম রসুল লিটন-সাধারন সম্পাদকঃ জাতীয় যুব সংহতি পাবনা জেলা শাখা, মোঃ ইকবাল হোসেন- আহবায়কঃ জাতীয় ছাত্র সমাজ পাবনা জেলা শাখা।
সভায় সর্ব সম্মতি ক্রমে জাতীয় যুব সংহতি পাবনা জেলা শাখার আহব্বায়ক কমিটিতে যাদেরকে রাখা হয়েছেঃ মোঃ গোলাম রসুল লিটন(আহব্বায়ক), নুরুজ্জামান সাদ্দাম(যুগ্ন আহব্বায়ক-১), আসাদুল ইসলাম(যুগ্ন আহব্বায়ক-২, শেখ তোফাজ্জল হোসেন(যুগ্ন আহব্বায়ক-৩), মকবুল হোসেন(যুগ্ন আহব্বায়ক-৪), শাহাদত মন্ডল(যুগ্ন আহব্বায়ক-৫), ফিরোজ খান(যুগ্ন আহব্বায়ক-৬), মির্জা আব্দুল হালিম(যুগ্ন আহব্বায়ক-৭), মোঃ শামীম আহম্মেদ রিগ্যান( সদস্য সচিব), সদস্যগনঃ ওমর আলী খান মান্নাফ, শামসুদ্দিন পাঠান, ইব্রাহিম হোসেন, মোঃ আবু ফারহা প্রমুখ। আগামী ৬০ দিনের মধ্যে সম্মেলন করার জন্য সুপারিশ করেন উপস্থিত নেতাগন।